সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি ও সংসদে আইন পাসের দাবিতে পঞ্চম দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে তারা বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল বের করে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ বাধা দেয়। সে বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী এসময় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার অনুরোধ করলেও তারা তা উপক্ষো করেন। একঘণ্টা অবরোধের পর বিকেল ৫টায় সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা।

এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে সমাবেশ করে ছাত্রলীগ। এসময় তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায়।