প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১৮: ৪০
ক্যারিয়ারে সবচেয়ে বাজে টাইমিং করার পর হতাশ বাংলাদেশের অ্যাথলেট ইমরানুর রহমান। ফ্রান্স-আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল শেষ হতেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। বিশ্ব ক্রীড়াঙ্গনে গতকাল ও আজকের উল্লেখযোগ্য মুহূর্তের কিছু ছবি নিয়েই এ আয়োজন—
১ / ৮
সবার আগে ফিনিশ লাইন ছোঁয়ার মুহূর্ত জোশুয়া চেপতেগেইয়ের। ছেলেদের ১০০০০ মিটার অ্যাথলেটিকসে অলিম্পিক রেকর্ড গড়ে উগান্ডাকে সোনার পদক এনে দিয়েছেন চেপতেগেইএএফপি
২ / ৮
একের পর এক সোনা জিতেই চলেছেন ফ্রান্সের লিঁও মারশাঁ। ২২ বছর বয়সী এই সাঁতারু প্যারিস অলিম্পিকে কাল নিজের চতুর্থ সোনা জিতে ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙেছেনরয়টার্স
৩ / ৮
১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে ক্যারিয়ারে সবচেয়ে বাজে টাইমিং করেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। অ্যাথলেটিকসে ছেলেদের ১০০ মিটার ইভেন্টে নিজের হিটে ষষ্ঠ হয়ে বাদ পড়ার পর ইমরানুরের চোখেমুখে হতাশাবাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন
৪ / ৮
দৌড়ের শুরুতে বাংলাদেশের ইমরানুরই বাকিদের চেয়ে এগিয়ে ছিলেন (ডান থেকে দ্বিতীয় জন)এএফপি
৫ / ৮
২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে যোগিন্দর শর্মার হাতে বল তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতকে জিতিয়ে অধিনায়ক ধোনির আস্থার প্রতিদান দিয়েছিলেন যোগিন্দর। এরপর দুজন আইপিএলেও একই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে খেলেছেন। ধোনির এখনো আইপিএলে খেলা চালিয়ে গেলেও যোগিন্দর অনেক আগেই পুলিশে যোগ দিয়েছেন। প্রায় এক যুগ পর দুজনের দেখা হওয়ার ছবিটি পোস্ট করে যোগিন্দর লিখেছেন, ‘অনেক দিন পর মাহির সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে’ইনস্টাগ্রাম
৬ / ৮
প্যারিস অলিম্পিক ফুটবলের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের অধিনায়ক জ্যঁ-ফিলিপে মাতেতার গোল উদ্যাপন। তাঁর গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিকেরারয়টার্স
৭ / ৮
ফ্রান্স–আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল শেষ হতেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। কাল বোর্দো স্টেডিয়ামেরয়টার্স
৮ / ৮
প্যারিস অলিম্পিকের ব্যাডমিন্টন মিশ্র দ্বৈত ইভেন্টে চীনকে সোনার পদক এনে দেন হুয়াং ইয়া কিয়ং–ঝেং সিওয়েই জুটি। এরপরই মধুর এক দৃশ্যের অবতারণা হয়। হুয়াং ইয়া কিয়ংকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাঁর অনামিকায় আংটি পরিয়ে দেন প্রেমিক লিউ ইয়ুচেন, যিনি নিজেও চীনের ব্যাডমিন্টন খেলোয়াড়