খেলা ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৩৪

কানপুরে আজ উইকেট পেয়ে সাকিবের উদ্‌যাপন

কানপুরে আজ উইকেট পেয়ে সাকিবের উদ্‌যাপনওয়ালটনের সৌজন্যে

পাকিস্তান থেকে ফিরে বিমানবন্দরে সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করে বিসিবির শীর্ষ পর্যায় থেকে মৃদু শাসন শুনেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। সাকিব তাঁর শেষ টেস্ট ম্যাচটি মিরপুরে খেলতে চাওয়ার পর তো এখন তাঁকে নিয়ে আলোচনাটা বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য আরও স্পর্শকাতর হয়ে গেছে।

কানপুরে আজ দিন শেষের সংবাদ সম্মেলনে তাঁকে নিয়ে বলা মেহেদী হাসান মিরাজের মন্তব্যে বিষয়টি আরও পরিষ্কার। সাকিবকে নিয়ে কথা বলার ক্ষেত্রে ক্রিকেটারদের ওপর অলিখিত বিধিনিষেধ থাকাটাও অস্বাভাবিক নয়।

সংবাদ সম্মেলনে সাকিবের ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা নিয়ে মিরাজের ভাবনা জানতে চাওয়া হয়েছিল। এমনিতে কথা বলায় উদার হলেও মিরাজ যেন এ ক্ষেত্রে সতর্ক স্টান্সই নিলেন! তিনি যা বলেছেন, তাতে আসলে তাঁর কোনো মনোভাবই প্রকাশ পায় না।

আরও পড়ুন

সাকিব তাহলে ওয়ানডেই–বা খেলবেন কীভাবে

মিরাজের কথা, ‘যেহেতু (সাকিব) তার একটা স্বপ্নের কথা বলেছে, শেষটা দেশের মাটিতে করতে চেয়েছে সে। যেহেতু একটা ইস্যু আছে, এখনো ক্লিয়ারেন্স দেয়নি, কীভাবে করবে না করবে, এটা আসলে তারা চিন্তা করবে। সে যদি ক্লিয়ারেন্স (নিশ্চয়তা) পায় বা সে যদি যেতে পারে, বাংলাদেশেই শেষ হতে পারে তার, যেহেতু এটা সে নিজেই বলেছে।’

সাকিব প্রসঙ্গে স্পষ্ট করে কোনো উত্তর দিলেন না মিরাজ

সাকিব প্রসঙ্গে স্পষ্ট করে কোনো উত্তর দিলেন না মিরাজওয়ালটনের সৌজন্যে

সাকিবের দেশের মাটিতে খেলা নিয়ে গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেছেন, দেশে খেলতে এলে সাকিবকে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, সেটা সরকার দেবে। কিন্তু মানুষের মনের ক্ষোভ দূর করার দায়িত্বটা নিতে হবে সাকিবকেই। সে জন্য সাকিবকে তাঁর রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন তিনি। সাকিবের কাছ থেকে অবশ্য এখন পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ভারত থেকে যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব, বাংলাদেশে কি আসবেনসাকিব রাজনীতিতে না জড়ালে পারফরম্যান্স নিয়ে চাপে পড়ত নাসাকিবের নিরাপত্তা নিয়ে কী বললেন ক্রীড়া উপদেষ্টা

বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ৭৮ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব। তাঁর বোলিংয়ের অবশ্য প্রশংসাই ঝরেছে মিরাজের কণ্ঠে, ‘খুব ভালো বোলিং করেছেন (সাকিব)। এই উইকেটে যেভাবে তারা খেলেছে, সে হিসেবে অনেক ভালো বোলিং করেছেন। তাঁর তো অনেক অভিজ্ঞতা। তারা (ভারত) যেভাবে খেলেছে (টি–টোয়েন্টির মতো), তিনি (সাকিব) তো টি-টোয়েন্টিতে অনেক সফল। ফলে প্রথম ওভারেই তিনি ধরতে পেরেছেন পরিস্থিতিটা।’

মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ না হলে কানপুর টেস্টই হয়ে যেতে পারে সাকিব আল হাসানের শেষ টেস্ট।