কুমিল্লা প্রতিনিধি

ষড়যন্ত্রে পা না দিয়ে দ্রুত নির্বাচন দিন: বরকত উল্লাহ বুলু

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ভোটের অধিকার আদায়ের জন্য এদেশের আপামর জনসাধারণ আন্দোলন সংগ্রাম করেছে। জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে অতি শিগগিরই নির্বাচন দিতে হবে। কারো ষড়যন্ত্রে পা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। হাসিনা বিরোধী আন্দোলনে যারা ছিলেন সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। একটি জাতীয় সরকার গঠিত হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বুলু বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর শহীদ জিয়া রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কাউকে খুন করে কিংবা ক্যু করে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেননি।

রবিবার (১০ নভেম্বর) বিকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগে র‌্যালিপূর্ব আলোচনা সভায় বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন। বিএনপির কান্দিরপাড়স্থ কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন। 

প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক আবদুল মান্নান। 

এসময় মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক আমিরুজ্জামান আমির, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আলী বকুল, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ কুমিল্লা বিভাগীয় বিএনপির আওতাধীন প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।