তিন ফসলী কৃষি জমি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি খনন করে হাজার হাজার কৃষকের ফসলি জমি ধ্বংসের মুখে মাননীয় প্রশাসন বাহাদুর আপনাদের পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন, নিরীহ কৃষক কে রক্ষা করুন।
মাননীয় প্রশাসনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাধবপুর উপজেলা ৫ নং আন্দিউড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, গ্রামের দক্ষিণে তিন ফসলী কৃষি জমি, উক্ত তিন ফসলী কৃষি জমি থেকে গ্রামবাসী সুন্দর ও সুষ্ঠুভাবে নিজেদের চাহিদা পূরণ করে জাতীয় পর্যায়ে শস্য উৎপাদনে অবদান রাখছে। কিন্তু কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অতি লোভী ও এলাকার দাঙ্গাবাজ হিসেবে পরিচিত, সিন্ডিকেট করে তারা কৃষি জমিতে অবৈধ অত্যাধুনিক ড্রেজারের মাধ্যমে তিন ফসলি কৃষি জমি থেকে মাটি উঠিয়ে তারা বিক্রয় করে উক্ত জমির উপর দিয়ে ৪০০ থেকে ৫০০ বিঘা জমির পানি অববাহিকা নিরশন হয়, বন্যা হলে একমাত্র ঐ জমির উপর দিয়ে পানি নিষ্কাশন হয়, ভূমি সংরক্ষণ আইন এবং বন ও পরিবেশ রক্ষা আইন ভঙ্গ করে নিজেদের স্বার্থ পূরণে আইন ভঙ্গ করে গ্রামের একমাত্র উপার্জন অবলম্বন কৃষি জমি ধ্বংস করে দিচ্ছে। এ বিষয়ে এলাকাবাসীর একমাত্র দাবি প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা অত্র এলাকার কৃষকের বিরাট অপরিণীয় ক্ষতি হয়ে যাবে। ড্রেজা্রের মাধ্যমে মাটি কাটার হলে উক্ত তিন ফসলীয় জমি গুলো নিমিষেই ধ্বংস হয়ে যাবে। ২০২৩ সালেও তারা উক্ত জায়গার পুকুর করার জন্য ব্যবস্থা গ্রহণ করলে এলাকাবাসীর প্রতিবাদের মুখে এবং প্রশাসনে হস্তক্ষেপে পুকুরের কার্যক্রম বন্ধ করে দেয়। এইবার নতুন কৌশলে তারা ড্রেজারের মাধ্যমে মাটিগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে এতে এলাকার ফসলি জমির মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, বন্যা এবং বর্ষার পানি নিষ্কাশনে একমাত্র রাস্তাটি মারাত্মকভাবে ব্যাহত হবে। ভুমিকেকুরা পরবর্তীতে পুকুরের কার্যক্রম আরম্ভ করবে, যাহা এলাকায় জলবদ্ধতা মারাত্মক আকার ধারণ করবে। এই অবস্থা এলাকাবাসীর কৃষকরা সম্মিলিতভাবে তাদেরকে বাধা দিলে এবং প্রশাসনের কথা বললে তারা বলে প্রশাসন তাদের আদেশে উঠে এবং বসে এমত অবস্থায় এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, এই মুহূর্তে মাননীয় প্রশাসন বাহাদুর আপনাদের পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন। হাজার হাজার কৃষক পরিবারকে বাঁচান যদি প্রশাসন আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে অত্র এলাকার প্রিয় কৃষকরা। ড্রেজার সহ মালামাল জব্দ করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এলাকাবাসীর মনে স্বস্তি আনয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসী আইন বঙ্গ কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করবে এবং এই ধরনের দৃশ্যতা পূর্ণ কাজ অন্য কেউ যেন করতে না পারে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।বিনীত আবেদনকারী