‘ভাই লিখুন, আমি ছেলের বাবা হয়েছি।’ কথার শুরুতেই বললেন ‘ব্যাচেলর পয়েন্ট’–এর হাবু খ্যাত অভিনেতা চাষী আলম। তিনি বাবা হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় তাঁদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। কিন্তু ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়েছে, তিনি কন্যাসন্তানের বাবা হয়েছেন। এ ছাড়া কেউ কেউ আবার মেয়ের নাম লিখে পোস্ট করছেন, যা সত্য নয়। কন্যাসন্তান হলেও অবশ্যই খুশি হতেন। তবে ভুল তথ্য ছড়ানোয় তিনি কিছুটা মন খারাপও করেন।

চাষী আলম প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত ৩টা ১০ মিনিটের দিকে বাবুর জন্ম হয়েছে। ছেলে ও তার মা সুস্থ রয়েছেন। কিন্তু অনেকেই আমার সঙ্গে কথা না বলেই লিখেছেন, আমি মেয়ের বাবা হয়েছি। তার নাম ঠিক করেছি। আসলে তথ্য সত্য নয়। আমি ছেলের বাবা হয়েছি। আর ছেলের নাম এখনো ঠিক করা হয়নি। আকিকা দিয়েই তার নাম রাখা হবে।’