নাটোর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৮:৪৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১৮:৪৭
FacebookXWhatsAppLinkedInTelegramMessengerEmailShare-অ+
নাটোরের বড়াইগ্রামের ছাত্রলীগ নেতা উজ্জ্বলকে নির্যাতন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বড়াইগ্রামে যে ছেলেকে নির্যাতন করা হয়েছে, তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতা ছিলেন। কিন্তু তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি। এটা উচিত হয়নি। আমি থানার ওসিকে বলে এসেছি, যে বা যারা ছেলেটাকে আঘাত করেছে তাদের আমি ঢাকা পৌঁছানোর আগে যেন গ্রেপ্তার করা হয়।
আজ রোববার বিকেলে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে বুধবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় আহত ছাত্রলীগ নেতা উজ্জ্বল কুমারের বাড়িতে যান রিজভী আহমেদ। এ সময় তার পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের সব মত ও পথের মানুষের ন্যায় বিচারের অধিকার নিশ্চিত চায় বিএনপি। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। তাই আর কেউ যেন এই অধিকার থেকে বঞ্চিত না হয়।
রিজভী আহমেদ বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী যেন আইন হাতে তুলে না নেন এবং তাদের সংযত হতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে অপরাধীকে তুলে দেবে বিএনপির কর্মীরা। দলের অনেক নেতা-কর্মীকে এই নির্দেশ অমান্য করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা তো সেই দল না যে অন্যায়কে প্রশ্রয় দেব।
উল্লেখ্য, ২০ নভেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুরে উজ্জ্বল মণ্ডল (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে বাজারে প্রকাশ্যে পেটান পৌর বিএনপির নেতা-কর্মীরা। উজ্জ্বলকে মারধর থেকে বাঁচাতে তার মা, প্রতিবেশীরা ও অন্তঃসত্ত্বা স্ত্রী অনুরোধ করেন। কিন্তু বিএনপি নেতা-কর্মীদের হাত থেকে তাকে রক্ষা করা যায়নি।মারধরের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ আদালতে পাঠালে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে জামিন দেন বিচারক। উজ্জ্বলকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়।